games Special News Special Reports

রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে নজির বিরাটের

0
(0)

খবর লাইভ : গতকাল আইপিএল-এর ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমে ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেই ম্যাচ আরসিবি ৬ উইকেটে হারলেও, খেলতে নেমে নজির গড়েন বিরাট কোহলি। এই ম্যাচে ৭২ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন তিনি। আর এই সুবাদেই নজির গড়েন আরসিবির প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুনঃ সৌগত রায়ের গাড়ি দুর্ঘটনার তদন্ত চেয়ে খড়দহ থানায় তৃণমূল

১১৩ রানের সুবাদে প্রথম ব্যাটার হিসাবে আইপিএলে ৭৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। শুধু ব্যাটার হিসাবে কীর্তি গড়াই নয়, পাশাপাশি ফিল্ডার হিসাবেও নজির গড়েছেন কোহলি। সব থেকে বেশি ক্যাচ ধরার নজির গড়েছেন বিরাট। আইপিএলে সব থেকে বেশি ক্যাচ ধরার নজির এতদিন ছিল সুরেশ রায়নার দখলে। ভারতের প্রাক্তন অলরাউন্ডার আইপিএলে ১০৯টি ক্যাচ ধরেছিলেন। তাঁর সঙ্গে এতদিন যুগ্মভাবে একনম্বরে ছিলেন কোহলি। শনিবার যশ দয়ালের বলে রিয়ান পরাগের দেওয়া ক্যাচ ধরে নতুন রেকর্ড গড়েছেন তিনি। আইপিএলে এখনও পর্যন্ত কোহলির ক্যাচ হল ১১০তম। ২৪২টি ম্যাচ খেলে এই নজির গড়লেন তিনি। রায়না ক্যাচ ধরেছেন ১০৯টি।

এদিকে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ হারলেও নিজের ইনিংস নিয়ে খুশি বিরাট। ম্যাচ শেষে তিনি বলেন, “ কোনও ধরনের ভাবনা নিয়ে কখনও খেলতে নামি না। আক্রমণ করব না ধরে খেলব এই ভাবনা মাথাতেই থাকে না। বোলারকে ভাবতে বাধ্য করেছি। বোলারেরা সব সময় চায় আমি যাতে শট খেলি এবং আউট হই। কিন্তু এতদিনে এটুকু অভিজ্ঞতা এবং পরিণত মানসিকতা আমার হয়েছে যাতে ওদের ভাবাতে পারি। আমি পরিবেশ এবং পিচ অনুযায়ী খেলি।“ এরপর তিনি আরও বলেন, “ অন্যান্য মাঠের থেকে এখানকার উইকেট একটু আলাদা। দেখে মনে হবে পাটা উইকেট। কিন্তু বল পড়ে ধীরে ব্যাটে আসছে। স্পিনারদের ক্ষেত্রে হঠাৎই বলের বাউন্স বদলে যাচ্ছে। মাঠে আয়তনটাও অন্য রকম। আমরা ভেবে রেখেছিলাম ১৯০-১৯৫ রান তুলব। তারপরেই ঠিক করি, আমি বা ফ্যাফের মধ্যে কেউ আউট হলে এক জনকে শেষ পর্যন্ত থাকতে হবে।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *