games Special News Special Reports

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরান কোহলির, গড়লেন বিরাট নজির

0
(0)

খবর লাইভ : শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে ফের নজির গড়লেন বিরাট কোহলি। মঙ্গলবার গুয়াহাটিতে লঙ্কানদের বিরুদ্ধে ৮৭ বলে ১১৩ রান করলেন কোহলি। আর এই শতরানের সুবাদে ভেঙে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের রেকর্ড।

আরও পড়ুনঃ আজও পরিস্থিতি একইরকম, দুই শিবিরে বিভক্ত হাইকোর্টের আইনজীবীরা

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব‍্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩৭৩ রান করে টিম ইন্ডিয়া। সৌজন্যে বিরাট কোহলি- রোহিত শর্মা-শুভমন গিলের দুরন্ত ইনিংস। ৭০ রান করেন শুভমন গিল। রোহিত শর্মা করেন ৮৩ রান। ১১৩ রান করেন বিরাট কোহলি। আর এই শতরান করতেই রেকর্ড গড়েন বিরাট। এই শতরানের সুবাদে ৭৩ তম শতরান করলেন তিনি। এছাড়াও ভেঙে দিয়েছেন সচিনের রেকর্ড। এতদিন দেশের মাটিতে সবচেয়ে বেশি শতরান ছিল মাস্টার ব্লাস্টারের। ২০টি শতরান রয়েছে তাঁর ঝুলিতে। ঘরের মাঠে ১৬৪টি এক দিনের ম্যাচ খেলে ২০ টি শতরান সচিনের। আর এদিন শতরান করতেই সচিনকে স্পর্শ করলেন কোহলি। এখনও পর্যন্ত ঘরের মাঠে খেলে কোহলির শতরানের সংখ্যা দাঁড়াল ২০টি।

শুধু তাই নয়, অন্য একটি পরিসংখ্যানেও সচিনকে ছাপিয়ে গেলেন কোহলি। ভারত-শ্রীলঙ্কার এক দিনের ক্রিকেটের লড়াইয়ে সব থেকে বেশি শতরান করার কৃতিত্ব এতদিন যৌথ ভাবে ছিল সচিন এবং কোহলির দখলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সচিনের ৮৪টি একদিনের ম্যাচে করছেন আটটি শতরান। আর এদিন শতরান করতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলি করলে ৯ টি শতরান।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *