games Special News Special Reports

পাকিস্তানকে ‘সিংহাসন’ থেকে হটিয়ে বিশ্বকাপের আগে ‘বিশ্বসেরা’ টিম ইন্ডিয়া

0
(0)

খবর লাইভ : অবশেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে প্রথম ওডিআইতে হারাতেই আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল টিম ইন্ডিয়া। শুধু তাই নয় , এর আগে টেস্ট ও টি-২০-তে আগেই এক নম্বরে ছিল ভারত। এদিন ওডিআইতে শীর্ষে পৌছে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই এক নম্বর হয়ে নয়া নজির তৈরি করল টিম ইন্ডিয়া।

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে দুরমুশ করার পরই পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল ভারত। এশিয়া কাপের ফাইনালের পর ১১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বাবর আজমরা। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। ১১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ছিল অজিরা। ভারতের কাছে পরিষ্কার হিসেবে ছিল যে মোহালিতে জিততে পারলেই বিশ্বকাপে আগেই বিশ্বসেরা দল হয়ে যাবে টিম ইন্ডিয়া। শুক্রবার মোহালিতে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে ৫ উইকেটে ম্যাচ জিততেই এক নম্বর স্থান পুনরুদ্ধার করল মেন ইন ব্লুজ।
বর্তমানে আইসিসির পয়েন্ট টেবিলে ১১৬ পয়েন্ট নিয়ে এক নম্বর দল ভারত। ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ১১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও কোনও ম্যাচ নেই। ফলে খেলে বিশ্বকাপের আগে আর ভারতকে টপকাতে পারবেন না পাকিস্তান। একমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত হারলেই ফের একে উঠে আসবে বাবরা। কিন্তু ভারত যদি ৩-০ ব্যবধানে অজিদের হারাতে পারে তাহলে ব্যবধানে অনেকটাই পাকিস্তানকে পিছনে ফেলে দেবে।

আরও পড়ুনঃ রিল তৈরিতে বাধা! স্কুলের প্রধান শিক্ষকের উপর চড়াও পড়ুয়া।
এক ঝলকে দেখে নিন আইসিসি ওডিআই র‍্যাঙ্কিয়ে প্রথম ১০ দেশের তালিকা: ১) ভারত- ১১৫ পয়েন্ট, ২) , ৩) পাকিস্তান- ১১৬ পয়েন্ট, অস্ট্রেলিয়া- ১১১ পয়েন্ট, ৪) দক্ষিণ আফ্রিকা- ১০৬ পয়েন্ট, ৫) ইংল্যান্ড- ১০৫ পয়েন্ট, ৬) নিউজিল্যান্ড- ১০০ পয়েন্ট, ৭) বাংলাদেশ- ৯৪ পয়েন্ট, ৮) শ্রীলঙ্কা- ৯২ পয়েন্ট, ৯) আফগানিস্তান- ৮০ পয়েন্ট, ১০) ওয়েস্ট ইন্ডিজ- ৬৮ পয়েন্ট।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *